চার মাসে যে ১০ দেশ থেকে এসেছে বেশি রেমিট্যান্স

Loading...

চার মাসে যে ১০ দেশ থেকে এসেছে বেশি রেমিট্যান্স

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর আগের বছরের একই সময়ের চেয়ে রেমিট্যান্স ২৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। এ সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে রেমিট্যান্স এসেছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

এর মধ্যে শীর্ষে রয়েছে আমেরিকা। এরপরেই অবস্থান করছে ইউনাইটেড আরব আমিরাত। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

Loading...

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে যেসব দেশ থেকে বেশি রেমিট্যান্স এসেছে সেগুলোর মধ্যে শীর্ষ ১০টি হলো- যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে রেমিট্যান্স এসেছে ৮৯৩ কোটি ৭১ লাখ ৪০ হাজার ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৮৭ কোটি ৮৫ লাখ ডলার।

গত অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার ডলার। ২০২৩ সালের অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ১৪ লাখ ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধি ২১ দশমিক ৪৯ শতাংশ।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৯২ কোটি ৩ লাখ ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ২১ লাখ ডলার, সৌদি আরব থেকে এসেছে ৮৫ কোটি ৮৮ লাখ ডলার,

Loading...

যুক্তরাজ্য থেকে এসেছে ৬১ কোটি ৯৬ লাখ ডলার, মালয়েশিয়া থেকে এসেছে ৫৬ কোটি ৫৫ লাখ ডলার, ইতালি থেকে এসেছে ৪২ কোটি ৫৬ লাখ ডলার, কুয়েত থেকে এসেছে ৩৫ কোটি ৯১ লাখ ডলার,

ওমান থেকে এসেছে ৩২ কোটি ৭৪ লাখ ডলার, কাতার থেকে এসেছে ২৬ কোটি ৫১ লাখ ডলার এবং বাহরাইন থেকে এসেছে ২০ কোটি ২৩ লাখ ডলার।

Loading...

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ৪৭ শতাংশ রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগে। এরপরেই চট্টগ্রামের অবস্থান। চট্টগ্রাম বিভাগে রেমিট্যান্স আসার হার ২৯ শতাংশ।

রেমিট্যান্স আসার দিক দিয়ে তৃতীয় অবস্থানে সিলেট। সিলেট বিভাগে রেমিট্যান্স আসার হার ৯ শতাংশ।

Risingbd

Loading...

Loading